![সোনাগাজীতে ৫০০ হতদরিদ্রের মাঝে আওয়ামীলীগ নেতার ইফতার সামগ্রী বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/20/abnews-24_78821.jpg)
সোনাগাজী (ফেনী), ২০ মে, এবিনিউজ : আসন্ন রমজানকে সামনে রেখে সোনাগাজীতে ৫০০ হতদরিদ্র জনসাধারনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় আ’লীগের সাবেক সহসম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিফটন। গতকাল শুক্রবার তিনি উপজেলার ডাকবাংলা, মতিগঞ্জ, সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন, আওয়ামী কার্যালয় ও সর্বশেষ নিজ বাড়ীর প্রাঙ্গনে ইফতার সামগ্রী বিতরণ করেন। তিনি উপজেলার আমিরাবাদ ইউপির সফরপুর সুফি জাফর আহাম্মদ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের পূর্বে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/তোহা