![রবিবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/20/vehicle-strike_78893.jpg)
ঢাকা, ২০ মে, এবিনিউজ : পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে সিলেট পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আগামীকাল রবিবার থেকে সিলেট বিভাগের সবরুটসহ দূরপাল্লার সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নেতারা।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক রাইজিংবিডিকে বলেন, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজের ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহণ বন্ধসহ পাঁচ দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।
ফলিক বলেন, গত ১ মে মহান মে দিবসে আমাদের মিছিলে শ্রমিক লীগ নেতা এজাজুল হক এজাজের অনুসারীরা প্রবেশ করে অটোরিকশা ভাঙচুর চালায়। এ ঘটনায় থানায় উল্টো আমাদের বিরুদ্ধেই মামলা করা হয়। আমরা এই মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে গত ১১ মে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করি। কিন্তু আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।
এবিএন/জনি/জসিম/জেডি