শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • ১৩ ঘণ্টা পর সিলেটে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার

১৩ ঘণ্টা পর সিলেটে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার

১৩ ঘণ্টা পর সিলেটে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেট, ২১ মে, এবিনিউজ : সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রায় ১৩ ঘণ্টা পর প্রশাসনের সাথে ফলপ্রসূ বৈঠক ও ৫ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, ‘এসএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে বেলা ৩টা থেকে শুরু হওয়া বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বেলা পৌনে ৬ টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।’

বৈঠকে উপস্থিত ছিলেন, এসএমপির কমিশনার গোলাম কিবরিয়া, অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক, পরিবহন শ্রমিক নেতা জাকারিয়া আহমদ, আবদুস সালাম, আবুল কালামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

এর আগে, পাঁচ দফা দাবিতে সিলেটে আজ রবিবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে সিলেটের সকল রুটে যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে দূরপাল্লার যাত্রীরা পড়েন বিপাকে। ধর্মঘটের কারণে সিলেটের কদমতলী ও কুমারগাঁও বাস টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। শ্রমিকরা স্বপ্রনোদিত হয়ে গাড়ি বের করেননি। আকস্মিক পরিবহণ ধর্মঘটে সকাল থেকে যাত্রীরা বাস টার্মিনালে গিয়ে বিপাকে পড়েন। যাত্রীদের অধিকাংশই ধর্মঘটের বিষয়টি জানেন না। তাই বাসের পরিবর্তে ট্রেনযোগে গন্তব্যে পৌছার চেষ্টা করেন।

পরিবহন শ্রমিকরা জানান, পাঁচ দফা দাবিতে ধর্মঘট আহ্বান করা হয়েছিল। দাবিগুলো ছিল পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সিলেট জেলা শ্রমিক লীগ সভাপতির ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটর সাইকেলে যাত্রী পরিবহন বন্ধ ইত্যাদি।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত