![অনেক মুক্তিযোদ্ধা দেশকে স্বীকৃতি দেয় না: সাটুরিয়ায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/22/manikgonj-sastho-montri@abn_79171.jpg)
মানিকগঞ্জ, ২২ মে, এবিনিউজ : অনেক মুক্তিযোদ্ধা আছে যারা বঙ্গবন্ধু ও দেশকে স্বৃীকতি দেয় না, বঙ্গবন্ধুকে যারা স্বপরিবার হত্যা করেছে তাদের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে। বঙ্গবন্ধু হত্যায় খুনি মুশতাকসহ অারো মুক্তিযোদ্ধা ছিল বলে মন্তব্য করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
রোববার দুপুরে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় ২ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে অায়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী অালহাজ্ব জাহিদ মালেক স্বপন এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ, খ, ম নূরুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোবারক হোসেন লুডু, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ফারজানা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাটুরিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোসহ প্রমুখ।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর