সোনাগাজী, ২২ মে, এবিনিউজ : ফেনীর সোনাগাজীতে প্রেমের প্রস্তাব প্রত্যাক্ষান করায় ৭ম শ্রেণীর ছাত্রীকে মারধর করেছে ৯ম শ্রেণীর এক ছাত্র। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ছাত্র হাবীব উল্যাহ সুজনকে গ্রেফতার করেছে। তাকে রবিবার দুপুরে চরছান্দিয়া ইউপির ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে গ্রেফতার করে। সে ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।
মারধরের শিকার ছাত্রীর পরিবার জানায়, চরদরবেশ ইউপির দাশের হাট উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী স্বপ্না তার মামার বাড়ী চরছান্দিয়া ইউপির মোস্তাফা মিয়ার বাড়ীতে বেড়াতে গেলে ওই বাড়ীর মৃত হারুন অর রশিদের ছেলে হাবীব উল্যাহ সুজন তাকে প্রেমের প্রস্তাব দেয়। স্বপ্না বিষয়টি তার পরিবাকে জানালে ক্ষিপ্ত হয়ে সুজন তাকে মারধর করে আহত করে। এ বিষয়ে স্বপ্নার পরিবারের পক্ষ থেকে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জুনায়েত কাউছার জানান, গ্রেফতারের পর পুলিশ সুজনের বাড়ী তল্লাশী করে একটি রামদা উদ্ধার করে।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/নির্ঝর