শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাদারীপুরে জেলা প্রশাসকের কাছে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান

মাদারীপুরে জেলা প্রশাসকের কাছে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান

মাদারীপুরে জেলা প্রশাসকের কাছে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান

মাদারীপুর, ২২ মে, এবিনিউজ : মাদারীপুরের জেলা প্রশাসকের কাছে নির্ভিক সাংবাদিক এইচ এম বাদলের উপর নির্মম নির্যাতন চালিয়ে রক্তাক্ত জখম ও গুরুতর আহত করায় ও সন্ত্রাসীদের গ্রেপ্তার, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) মাদারীপুর জেলা শাখার পক্ষথেকে গতকাল রবিবার দুপুরে স্মারকলিপি প্রদান করা হয়। দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আমরা উদ্ধিগ্ন ও ব্যথিত। গত ১৬ মে ২০১৭ তারিখে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার নির্ভিক সাংবাদিক এইচ এম বাদলের উপর নির্মম নির্যাতন চালিয়ে রক্তাক্ত জখম ও গুরুতর আহত করে। আমরা জানতে পেরেছি ঢাকার বনানীর হোটেল রেইট্রির মালিক বি এইচ হারুন, এমপি’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদে এইচ এম বাদল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে লাইক প্রদান করে। এরই জের ধরে এমপি বিএইচ হারুনের নির্দেশে কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান কিবরিয়া সিকদারের নেতৃত্বে বাদলকে বাজার থেকে ধরে এনে উপজেলা পরিষদ চত্ত্বরে নিয়ে লোহার রড ও লাঠি ছোটা দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার উদ্দেশ্যে গুরত্বর রক্তাক্ত জখম করে। এ সময় সন্ত্রাসীরা বাদলের সাথে থাকা ক্যামেরা ভাংচুর, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার পর উপজেলা চেয়ারম্যান কিবরিয়া সিকদারের নির্দেশে গত ১৮ই মে ২০১৭ তারিখ বিএমএসএফ কাঠালিয়া উপজেলা শাখা কার্যালয়ে তালা বদ্ধ করে দেয়।

বিএমএসএফ মাদারীপুর জেলা শাখার নেত্রীবৃন্দরা এ ঘটনায় গভীর নিন্দা জানিয়ে সাংবাদিক বাদলের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃস্টান্ত মূলক শাস্তির দাবি জানায়। পাশাপাশি দেশে অব্যহত সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি একটি আইন প্রণয়নের জোর দাবি জানিয়েছে। এ ব্যপারেই জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক সাব্বির হোসাইন আজিজ, সহ-সভাপতি মেহেদী হাসান সোহাগ, রফিকুল ইসলাম মিন্টু, যুগ্ন-সম্পাদক এমদাদ খান, সহ-সম্পাদক নাজমুল হক, মাসুদ সরদার, আরিফুর রহমান সহ প্রমুখ্য।

এবিএন/সাব্বির হোসাইন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত