![সোনাগাজীতে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাত গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/22/yy_79218.jpg)
সোনাগাজী (ফেনী),২২ মে, এবিনিউজ : সোনাগাজীতে ডাকাতি প্রস্তুতিকালে শহিদুল ইসলাম ভুলু ও আলমগীর হোসেন নামে দুই ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ১০টার সময় তাদের উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মতিগঞ্জ বাজার সংলগ্ন ব্রীকফিল্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, বন্দুকের ২ রাউন্ড কার্তুজ ও ৮ টি রাইফেলের গুলি উদ্ধার করা হয়। সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউছার জানান, মতিগঞ্জের ব্রীকফিল্ডের পাশে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে হানা দিয়ে অস্ত্র,গুলিসহ দুই ডাকাত কে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্য ডাকাতরা পালিয়ে যায়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে সোনাগাজী থানাসহ কুমিল্লার নাঙ্গলকোট থানায় একাধীক ডাকাতির মামলা রয়েছে। ধৃত ডাকাতরা সম্পর্কে আপন ভাইরা ভাই। ডাকাত শহিদুল ইসলাম ভুলু সোনাগাজী সদর ইউপির ছাড়াইতকান্দি গ্রামের সামছুল হক মিয়ার ছেলে হলেও অপর ডাকাতের বাড়ী কুমিল্লার নাঙ্গলকোট থানায় অবস্থিত।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/তোহা