
গোপালগঞ্জ, ২৩ মে, এবিনিউজ : গোপালগঞ্জ শহরতলীর বোড়াশীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মারাত্মক আহত ৮ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী পশ্চিমপাড়া গ্রামে এ সংঘর্ষে ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানিয়েছেন, বোড়াশী পশ্চিমপাড়া গ্রামে একটি বিরোধপূর্ণ জায়গা নিয়ে আয়ুব মোল্লা ও শাহাজাহান মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিলো। সোমবার সকালে ওই জায়গার বিরোধ মিটাতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠাকের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় জড়িয়ে পরে। এরই জেরে উভয় পক্ষ সালিশদারদের সামনে সংঘর্ষে লিপ্ত হয় । এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত ৮ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরবর্তি সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরো বলেন, এই ব্যাপারে কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ এলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিএন/এম আরমান খান জয়/জসিম/নির্ঝর