রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • গোপালগঞ্জে সম্পত্তির লোভে হিন্দু গৃহকর্তাকে মারধর

গোপালগঞ্জে সম্পত্তির লোভে হিন্দু গৃহকর্তাকে মারধর

গোপালগঞ্জে সম্পত্তির লোভে হিন্দু গৃহকর্তাকে মারধর

গোপালগঞ্জ, ২৪ মে, এবিনিউজ : গোপালগঞ্জের মুকসুদপুরে একটি সংখ্যালঘু পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদের জন্য গৃহকর্তাকে মারধর করা হয়েছে। আহত গৃহকর্তা বিকাশ মজুমদারকে (৫০) সংকটজনক অবস্থায় ফরিদপুর ৫’শ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় মুকসুদপুর থানায় মামলা হয়েছে।

পুলিশেরে বিরুদ্ধে অভিযোগ উঠেছে, মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ছাড়া কার্যত আর কিছুই করেনি। এ কারণে আসামিরা বাদী পক্ষকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। উপজেলার দিগনগর ইউনিয়নের বাঘাট গ্রামে এ ঘটনা ঘটেছে।

ওই সংখ্যালঘু পরিবারের জমি দখলে নিতেই এ হামলা করা হয়েছে বলেন হামলার শিকার বিকাশের ভাই প্রসেন মজুমদার অভিযোগ করেছেন। প্রসেন মজুমদার বলেন, গত ১৯ মে আমার বড় ভাই কানুড়িয়া বাজারে যাওয়ার সময় প্রতিপক্ষ দুলাল শেখের নেতৃত্বে তার ভাই ভাতিজাসহ ৫/৬ জন অতর্কিতভাবে মারধর করে। এক পর্যায়ে মৃত ভেবে সেখানে ফেলে রেখে পালিয়ে চলে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিত্সার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের অধ্যাপক ডা. অনাদি রঞ্জন বলেন, বিকাশের শরীরের অন্তত ৭টি স্থানে গুরুতর জখম হয়েছে। আপাতত সুস্থ হলেও তার অঙ্গহানি হতে পারে। তিনি আজীবন পঙ্গুত্ববরণ করতে পারেন।

দিগনগর ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলী বলেন, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এলাকার সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান পুলিশকে বলেছেন। এদিকে, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) জাফর মিয়া বলেন, সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত