বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

রাজবাড়ীতে হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ীতে হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ী, ২৪ মে, এবিনিউজ : র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২২ মে রাত সাড়ে ১০টার দিকে ঘটিকার সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকা থেকে

পদ্মা বোডিং এর পাশে কামরুল এর মা ষ্টোর দোকানের সামনে ইট বিছানো রাস্তার উপর হতে ৪.৫০ গ্রাম (৪৩ পুড়িয়া) হেরোইন এবং মাদক বিক্রয়ের সর্বমোট নগদ ২,২৫০/- (দুই হাজার পঞ্চাশ) টাকা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত রাহুল হোসেন নাজমুল (১৯) মানিকগঞ্জ জেলার পশ্চিম দাসরা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

উদ্ধারকৃত হেরোইন সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও পরস্পর স্থানীয় লোকজনের নিকট জানা যায় আটকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত হেরোইন সহ আসামীকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত