![মাদারীপুরে ৪দিন ব্যাপি আইটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/24/abnews-24.com-abbbbbibbbbbb_79561.jpg)
মাদারীপুর, ২৪ মে, এবিনিউজ : মাদারীপুর জেলার সদর উপজেলাধীন রাজস্ব প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে। সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৪দিন ব্যাপি আইটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিশ^াস মো. রাসেল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর উপজেলা নির্বাহী অফিসার শফিউর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জয়ন্তী রুপা রায় প্রমুখ্য।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/তোহা