বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মা‌নিকগ‌ঞ্জে শিশু অপহরনকারী সন্দেহে নারী আটক

মা‌নিকগ‌ঞ্জে শিশু অপহরনকারী সন্দেহে নারী আটক

মা‌নিকগঞ্জ, ২৫ মে, এবিনিউজ: মানিকগঞ্জের সিংগাইরে শিশু অপহরনকারী সন্দেহে সীমা আক্তার (৩২) নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। স্থানীয় বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর জামশা এলাকা থেকে আটক সীমাকে উদ্ধার করে সিংগাইর থানা পুলিশ। সীমা আক্তার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাউসা এলাকার মৃত ছবির হোসেনের মেয়ে। বর্তমানে সীমা আক্তার গাবতলীর একটি বস্তিতে বসবাস করেন। স্থানীয়দের বরাত দিয়ে সিংগাইর থানার উপ-পরির্দশক (এসআই) শাহাদৎ হোসেন জানান, দুপুরে উত্তর জামশা এলাকায় এক শিশুর গলায় পরিহিত স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় সীমা। এসময় ওই শিশুটিকেও অপহরন করার চেষ্টাও করেন তিনি। এরপর ওই শিশুটি কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা সীমাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। তবে, প্রাথমিক জিজ্ঞিসাবাদে সীমা ছিনতাইকারী বলে স্বীকার করেছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, শিশু অপহরনকারী সন্দেহে ওই নারীকে আটক করে পুলিশে দিয়েছে উপজেলার উত্তর জামসা এলাকার বাসিন্দারা। উল্লেখিত বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে নির্দিষ্ট করে আটক সীমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

এবিএন/‌সো‌হেল রানা খান/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত