বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মানিকগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০ : আটক ১

মানিকগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০ : আটক ১

মানিকগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০ : আটক ১

মানিকগঞ্জ, ২৭ মে, এবিনিউজ : মানিকগঞ্জ শহরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষে ১০ ছাত্র আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ছেলেকে আটক করেছে সদর থানা পুলিশ। আজ শনিবার দুপুরের দিকে মানিকগঞ্জ শহরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তামিম হোসেন (১৬), মহিদুর রহমান (১৪), ওয়াসিম (১৫), রাজউক উত্তরা স্কুলের নবম শ্রেণির ছাত্র উল্লাস (১৪), খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের নবম শ্রেণির ছাত্র নিলয় হোসেন (১৫), মানিকগঞ্জ পৌরসভার সেওতা এলাকার কবির হোসেনের ছেলে গোলাম মোস্তাকিম (২০) এবং জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর এলাকার হালিম মিয়ার ছেলে ইউসুফ আলী (১৮)। এ ঘটনায় জড়িত সন্দেহে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকার আলমগীর হোসেনের ছেলে মোনায়েম হাসানকে (২০) আটক করেছে পুলিশ। মানিকগঞ্জ সদর থানার (এসআই) মাসুদ মুনশী জানায়, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জ শহরের সেওতা ও দাশড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র সংঘর্ষের ঘটনাটি ঘটে বলেও জানায় তিনি। মানিকগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যত্বা স্বীকার করে জানায়, এ ঘটনায় এখনো কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত