শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মানিকগঞ্জে হাসি সম্মাননা পুরস্কার প্রদান

মানিকগঞ্জে হাসি সম্মাননা পুরস্কার প্রদান

মানিকগঞ্জ, ২৭ মে, এবিনিউজ : কৃষি স্বাস্থ্যে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জ জেলার মাস্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষিবিদ মো. হামিদুল ইসলামকে হাসি সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন হাসি। কৃষিবিদ হামিদুল ইসলাম দীর্ঘদিন ধরে কৃষি স্বাস্থ্য সুরক্ষার জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে মাস্ক, গ্লাভস, এপ্রোন, গগলস বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম করে আসছে। এরই ধারাবাহিকতায় তাকে হাসি সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। সম্মাননা দেওয়ার আগে এ উপলক্ষ্যে আলোচনা সভায় হাসি‘র নির্বাহী পরিচালক আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. মঞ্জুর আলম খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ প্রমুখ।

এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত