![তালতলীতে ৬বছরের শিশু ধর্ষিত : ধর্ষক আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/27/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_80048.jpg)
বরগুনা, ২৭ মে, এবিনিউজ : বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে ৬ বছরের শিশু কন্যা গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ধর্ষিত হয়েছে। এলাকাবাসী ধর্ষক ওমর ফারুক নশা (৩৫)কে আটক করে পুলিশে সোপর্দ করে। ধর্ষিতাকে রক্তাক্ত অবস্থায় রাতেই কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হরিনবাড়িয়া গ্রামের শাহজাহান হাওলাদারের বখাটে পুত্র ওমর ফারুক নশা তার খালু চাউলাপাড়া গ্রামের কালাম আকনের বাড়ীতে বেড়াতে যান। সেখানে আশপাসের লোকজন সৈয়দ মৃধার বাড়ীতে মিলাদ পরতে যায়। সেই সুবাদে ধর্ষক নশা পার্শ¦বর্তী মজিবর মৃধার বাড়ীতে যান। ঐ বাড়ীতে ৬ বছরের শিশু কন্যাকে ঘুম পরিয়ে রেখে তার মা সাজেদা পাশের বাড়ী গেলে সেই সুবাদে ঐ শিশু কন্যাকে ধর্ষণ করে। শিশুটি ডাক চিৎকার দিলে ওর মা সহ আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তিতে ধর্ষক ওমর ফারুক নশাকে স্থানীয় জনতা ধরে পুলিশে সোপর্দ করে। ধর্ষক ওমর ফারুক নশা ধর্ষনের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির মা সাজেদা তার প্রতিবেশী করিম মেম্বরের কন্যা। তার সাথে ছোটবেলায় একত্রে স্কুলে লেখাপড়া করেছি। তখনই তাকে মনে মনে ভাল বাসতাম। কিন্তু সাজেদা তাকে ভালবাসেননাই। তাকে তার বাবা চাউলাপাড়া আমার খালু কালাম আকনের বাড়ীর পাশে বিবাহ দিয়েছে। মনের সেই ভালবাসার টানে ঐ রাতে তার বাড়ীতে গিয়াছিলাম। তালতলী থানার ওসি কমলেস চন্দ্র হালদার বলেন, ধর্ষক নশাকে আটক করা হয়েছে। আমাদের কাছে নশা ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। মামলার প্রস্তুতি চলছে।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/তোহা