শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লোহাগড়া রামনারায়ণ পাবলিক লাইব্রেরিতে চালু করা হল কফি সফ

লোহাগড়া রামনারায়ণ পাবলিক লাইব্রেরিতে চালু করা হল কফি সফ

লোহাগড়া রামনারায়ণ পাবলিক লাইব্রেরিতে চালু করা হল কফি সফ

নড়াইল, ২৮ মে, এবিনিউজ : নড়াইলের লোহাগড়া রামনারায়ণ পাবলিক লাইব্রেরিতে চালু করা হল কফি সফ। উপজেলা র্নিবাহী কর্মকর্তা লোহাগড়া রামনারায়ণ পাবলিক লাইব্রেরি সভাপতি মনিরা পারভিন এই কফি সফের উদ্বোধন করেন। গতকাল সকাল ১১ টায় রামনারায়ণ পাবলিক লাইব্রেরির হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপত্বিত করেন উপজেলা র্নিবাহী কর্মকর্তা লোহাগড়া রামনারায়ণ পাবলিক লাইব্রেরি সভাপতি মনিরা পারভিন, বক্তব্য রাখেন পাবলিক লাইব্রেরি সম্পাদক সৈয়দ আকরাম আলি আকিদুল, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, নিরাপদ সড়ক চাই নিসচা’র জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম, পাবলিক লাইব্রেরি সহ সম্পাদক আনিসুর রহমান কামাল, পাবলিক লাইব্রেরি সদস্য সাংবাদিক মোঃ খাইরুল ইসলাম,প্রমুখ। এ সময়ে সুধি সমাজ,সাংবাদিক পাঠক সহ পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দীক্ষা সমাবেশর ১২০ জন সদস্য এ সময় উপস্হিত থেকে কফি পানকরে উদ্বোদন অনুষ্ঠান উপভোগ করে।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত