![নড়াইলে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/28/acc@abnews_80164.jpg)
নড়াইল, ২৮ মে, এবিনিউজ : নড়াইল-যশোর সড়কের মৎস্য হ্যাচারী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমন চালক আব্দুল আজিজ (৩৫) নিহত হয়েছেন। শনিবার (২৭ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিজ সদরের লস্করপুর গ্রামের আব্দুল ওহাবেব ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নমিসন চালক আব্দুল আজিজ নড়াইল-মুলিয়া সড়ক থেকে নড়াইল-যশোর সড়কে ওঠার সময় যাত্রীবাহী (ফরিদপুর জ-১১-০০২০) বাস তাকে ধাক্কা দেয়। বাসটি যশোর থেকে নড়াইলে দিকে আসছিলো। পুলিশ বাসটিকে জব্দ করতে পারলেও চালক পলাতক রয়েছে। আজিজ নসিমনে করে প্রাণ কোম্পানির পণ্য দিতেন।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর