শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মানিকগঞ্জে শ্যাল‌কের হা‌তে দুলাভাই খুন

মানিকগঞ্জে শ্যাল‌কের হা‌তে দুলাভাই খুন

মানিকগঞ্জ, ২৯ মে, এবিনিউজ : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় শ্যালকের হাতে সবুর উদ্দিন (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সবুর উদ্দিনের ছেলে নাদির উদ্দিন শেখ জানান, প্রায় ৫ বিঘা কৃষিজমি নিয়ে তাঁর মামা আবদুস সালামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল তাঁদের। আজ বিকেলে তাঁদের ক্ষেতে ঢোকে আবদুস সালামের ছাগল। এ নিয়ে তাঁদের পরিবারের সঙ্গে আবদুস সালামের কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে আবদুস সালাম ও তাঁর লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দি‌য়ে তাঁর বাবা সবুরের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আবদুস সালাম ও তাঁর ছেলে মাহবুবকে আটক করা হয়েছে।

ওসি আরো জানান, সবুর উদ্দি‌নের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ‌জেলা সদর হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত