![মাদারীপুরে বাসচাপায় গৃহবধূ নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/29/road-accident@abnews24_80296.jpg)
মাদারীপুর, ২৯ মে, এবিনিউজ : মাদারীপুরের শিবচর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় আকলিমা (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকলিমা উপজেলার মাদবরেরচর এলাকার মতিয়ুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, খুলনা থেকে কাঁঠালবাড়ী ঘাটগামী সেতু ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস পাঁচ্চরের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তা পার হতে গেলে চাপা পড়ে ওই গৃহবধূর মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ওসি মাসুদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিএন/মমিন/জসিম