![সোনাগাজীতে ছেলের দ্বারা মা নির্যাতিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/29/untitled-1 copy_80353.jpg)
সোনাগাজী (ফেনী), ২৯ মে, এপ্রিল, এবিনিউজ : সোনাগাজীর নবাবপুর ইউপির গোয়ালিয়া গ্রামে মা'কে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ছেলেকে জুতার মালা পরিয়ে শাস্তি দিয়েছে উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আব্দুল মোতালেব রবিন।রবিবার সকালে ঘটনাটি ঘটলেও রাত সাড়ে আটটার সময় ছাত্রলীগ সভাপতি তার ফেসবুক একাউন্টে স্ট্যাটাস দিয়ে শাস্তি প্রদানের বিষয়টি অবহিত করে।
স্ট্যাটাসে ছাত্রলীগ সভাপতি লিখেছেন-
"এ শয়তান আমার গ্রামের বৃদ্ধা মা কে মেরে রক্তাত্ত করেছে, সমাজের মানুষের সহযোগীতায় নিজ হাতে বিচার টা করলাম, যাতে আমাদের সমাজের আর কেউ মায়ের সাথে উচু গলায় কথা না বলতে পারে সে রকম একটা শাস্তি মুলক বিচার করলাম, পরিশেষে বলি আল্লাহ তুমি তোমার এ বান্দা কে হেদায়েত দান কর।
জানা গেছে নবাবপুর ইউপির গোয়ালিয়া গ্রামের মোস্তফার ছেলে আব্দুল আউয়াল দীর্ঘদিন ধরে তার বৃদ্ধা মাকে নির্যাতন করছে।বিষয়টি এতদিন প্রকাশ না পেলেও শনিবার রাতে নির্যাতনের শিকার বৃদ্ধা গ্রামবাসীকে অবহিত করে। রবিবার সকালে ছাত্রলীগ সভাপতি আব্দুল মোতালেব রবিনের নেতৃত্বে গ্রামবাসী অভিযুক্ত আব্দুল আউয়াল কে ধরে এনে ভোরবাজার জালাল উদ্দিন মসজিদের সামনে শালিসি বৈঠকের আয়োজন করে।শালিসে অভিযুক্ত আব্দুল আউয়াল তার মা’কে নির্যাতনের কথা স্বীকার করলে তাকে জুতার মালা পরিয়ে শাস্তি দেওয়া হয়।এসময় ছাত্রলীগ নেতা রবিনসহ ওই গ্রামের দুই শতাধীক মানুষ উপস্থিত ছিলেন।
বিষয়টির সত্যতা জানতে ছাত্রলীগ নেতার মুঠোফোনে যোগাযোগ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করেন তবে রাতে ঘটনাটি স্থানীয় অনলাইন পত্রিকা সোনাগাজীর আলোতে সংবাদ প্রকাশিত হলে ছাত্রলীগ নেতা তার ফেসবুক একাউন্টটি হ্যাক হয়েছে বলে স্ট্যাটাস দেন।পরিবর্তীতে তার একাউন্টে পূর্বের জুতার মালা পরানোর ছবিটি আর দেখা যায়নি।
গ্রাম্য আদালতে জুতার মালা পরিয়ে কাউকে শাস্তি প্রদান করা যায় কিনা জানতে ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গির আলম সরকারের সরকারী মোবাইল নাম্বারে ফোন দিলে তিনি লাইন কেটে দেন।এরপর নম্বরটিতে এসএমএস দিলেও কোন উত্তর পাওয়া যায়নি।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/ইমরান