মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

দক্ষিন সুরমায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

দক্ষিন সুরমায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

সিলেট, ৩০ মে, এবিনিউজ : দক্ষিন সুরমা লালাবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিন সুরমা থানার ওসি হারুনুর রশিদ জানান, সিলেট থেকে ইউনিক পরিবহন একটি বাসের সাথে সিলেটগামী একটি মাছ ভোজাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনা ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যান।

এছাড়া আহত হন অন্তত ১০। আহত ব্যক্তিদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এবং লাশ পোস্টমোটামের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান থানার ওসি।

এবিএন/শংকর রায়/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত