![মানিকগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/30/attohotta@abnews_80505.jpg)
মানিকগঞ্জ, ৩০ মে, এবিনিউজ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। সে উপজেলার টেবারিয়া গ্রামের প্রবাসী শুকুর অালীর স্ত্রী চম্পা অাক্তার (২৩)। আজ মঙ্গলবার সকালে উপজেলার দরগ্রাম ইউনিয়নের টেবারিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
জানা গেছে, উপজেলার দরগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রামের অাতোয়ার রহমানের কন্যা চম্পার সাথে টেবারিয়া গ্রামের অা: মজিদের প্রবাসী পুত্র শুকুরের ২ বছর অাগে বিয়ে হয়। বিদেশ থেকে ২০ দিন অাগে শুকুর বাড়ি আসে। মঙ্গলবার ভোরে সেহেরী খাওয়ার সময় ঘরের ভিতরের বাতি জ্বালালে চম্পার ঝুলন্ত লাশ দেখতে পায় শ্বশুর বাড়ির লোকজন। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সাটুরিয়া থানার এসঅাই নজরুল ইসলাম জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোটের পর বুঝা যাবে এটি হত্যা না অাত্নহত্যা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরে প্রক্রিয়া চলছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর