![সাটুরিয়ায় কিশোরি প্রতিবন্ধীকে শ্লীলতাহানি, যুবক অাটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/31/kishori-slilotahani@abnews_80655.jpg)
মানিকগঞ্জ, ৩১ মে, এবিনিউজ : মানিকগঞ্জের সাটুরিয়ায় এক যুবকের বিরুদ্ধে কিশোরী প্রতিবন্ধীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে মঙ্গলবার বিকেল ৫ টার দিকে তাকে অাটক করেছে পুলিশ। অাটক হওয়া যুবক উপজেলার বরাঈদ ইউনিয়নের অাগ সাভার গ্রামের অাব্দুল মালেকের পুত্র মোখলেস (২৪)।
জানা গেছে, সাটুরিয়া উপজেলার বরাঈদ ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার (১৫) বছর বয়সী ওই প্রতিবন্ধী কিশোরীকে মঙ্গলবার দুপুরে এলাকার একটি ভূট্রা ক্ষেতে নিয়ে শীলতাহানি করে মোখলেস। এ সময় কিশোরী বাবা তা দেখে ফেললে মোখলেস পালিয়ে যায়।
সাটুরিয়া থানার এসঅাই ফারুক হোসেন প্রতিবন্ধী কিশোরীকে শীলতাহানির অভিযোগে যুবক অাটকের বিষয়টি নিশ্চিত করে জানায়, দুপক্ষকেই জিজ্ঞাসাবাদ চলছে। অাইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর