![মানিকগঞ্জে ৬ কেজি গাঁজাসহ সিএনজি চালক আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/31/abnews-24_80674.jpg)
মানিকগঞ্জ, ৩১ মে, এবিনিউজ : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জলপাই তলা থেকে সিএনজি চালক আবুল কালাম (৩৬) কে ৬ কেজি গাঁজাসহ আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। আটক সিএনজি চালক আবুল কালাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঘুনিপাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। তার আগে গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর-ঘিওর-নাগরপুর সড়কের দৌলতপুর উপজেলার জলপাই তলা এলাকায় দৌলতপুর থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে নাগরপুর থেকে ছেড়ে আসা ঘিওর গামী একটি সিএনজি ভিতরে তল্লাশী করে পলিথিন ও অঠালো টেপ দিয়ে অত্যাধুনিক ভাবে মোড়ানো ৩ টি প্যাকেটে ৬ কেজি গাঁজা উদ্ধার ও সিএনজি চালক আবুল কালামকে আটক করে। দৗলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জান জানায়, মাদক বহন ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সিএনজি চালক আবুল কালামের বিরুদ্ধে মাদক আইনে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে মানিকগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে ।
এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা