শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সাটুরিয়ায় কিশোরী প্রতিবন্ধী ধর্ষণ, যুবক গ্রেফতার

সাটুরিয়ায় কিশোরী প্রতিবন্ধী ধর্ষণ, যুবক গ্রেফতার

সাটুরিয়ায় কিশোরী প্রতিবন্ধী ধর্ষণ, যুবক গ্রেফতার

মানিকগঞ্জ, ৩১ মে, এবিনিউজ : মানিকগঞ্জের সাটুরিয়ায় এক কিশোরী প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি অর্থ বিনিময়ে ম্যানেজ করে থানায় ধর্ষণ চেষ্টা মামলা করিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত যুবককে গ্রেফতার করে আজ বুধবার দুপুরে আদালতে প্রেরন করেছে পুলিশ। তার আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া যুবক উপজেলার বরাঈদ ইউনিয়নের আগ সাভার গ্রামের আব্দুল মালেকের পুত্র মোখলেস (২৪)। এ ঘটনায় সাটুরিয়া থানায় প্রতিবন্ধী কিশোরির পিতা সহিমুদ্দিন বাদী হয়ে ধর্ষনের চেষ্টার মামলা দায়ের করেছে। জানা গেছে, সাটুরিয়া উপজেলার বরাঈদ ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার সহিমুদ্দিনের কন্যা (১৭) বছর বয়সী ওই প্রতিবন্ধী কিশোরীকে মঙ্গলবার এলাকার একটি ভূট্রা ক্ষেতে নিয়ে করে মোখলেস। এ সময় কিশোরী বাবা তা দেখে ফেললে মোখলেস পালিয়ে যায়। খবর পেয়ে সাটুরিয়া থানার এসআই ফারুক হোসেন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় মোখলেসকে আটক করে থানায় নিয়ে আসে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েক ব্যক্তি জানায়, ধর্ষক মোখলেস স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতার আত্নীয় হওয়ায় তারা অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আর বাদী পক্ষকে টাকার প্রলোভন ও চাপ প্রয়োগ করে ধষর্ণের পরিবর্তে ধর্ষণ চেষ্টার মামলা করিয়েছে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানায়, এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরির পিতা সহিমুদ্দিন বাদী হয়ে সাটুরিয়া থানায় ধর্ষনের চেষ্টার মামলা দায়ের করেছে। কিশোরী যেহেতু কথা বলতে পারে না তাই বক্তব্য যানা যায়নি। তার অভিভাবকরা যে ভাবে চেয়েছে সে ভাবেই মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আজ বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত