মুন্সিগঞ্জ, ৩১ মে, এবিনিউজ : গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদে ১ কোটি ৪০ লক্ষ ২৪ হাজার ৪ শত টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় বাউশিয়া ইউনিয়ন পরিষদ এই বাজেট ঘোষণা করা হয়। ইউনিয়টির চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, সভাপতিত্বে বাজেট ঘোষণা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি রেফায়েত উল্লাহ খাঁন( তোঁতা) চেয়ারম্যান উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম,উপজেলা র্নিবাহী অফিসার।
আসাদুজ্জামান ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিনসহ এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়নের সকল ইউপি সদস্য, বিভিন্ন পত্র পত্রিকার অনলাইন সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ। পরে চলতি অর্থবছরের ১ কোটি ৪০ লক্ষ ২৪ হাজার ৪ শত টাকার উন্মক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো: আতিকুল ইসলাম।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/ইমরান