শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মুন্সীগঞ্জে অপরাধ বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ও শক্তিশালী নেটওয়ার্ক গঠন
যৌন হয়রানি, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম

মুন্সীগঞ্জে অপরাধ বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ও শক্তিশালী নেটওয়ার্ক গঠন

মুন্সীগঞ্জে অপরাধ বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ও শক্তিশালী  নেটওয়ার্ক গঠন

মুন্সীগঞ্জ, ০১ জুন, এবিনিউজ : ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি (সিইপি)’র মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) প্রকল্পের উদ্যোগে মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যৌন হয়রানি নির্মূলকরণে জেলা পর্যায়ে নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়। যৌন হয়রানি নির্মূলকরণে জেলা পর্যায়ে নেটওয়ার্ক গঠন সভায় ৩১ মে ২০১৭ তারিখ রোজ বুধবার সকাল ১০:০০ টায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া জাহান, কে কে গভ: উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (অব:) খালেদা খানম, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেসা নাজমা, মুন্সিগঞ্জ মহিলা পরিষদ সহ-সভানেত্রী হামিদা খাতুন, মুন্সিগঞ্জ জজকোর্ট পিপি অ্যাডভোকেট নাছিমা আক্তার, মহাকালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বিরাজ।

সভায় উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য প্রদান করেন তানভীর হাসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় প্রোগাম অফিসার আলেয়া ফেরদৌসী, রিকাবী বাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুজ্জামান, মুন্সিগঞ্জ টিআইবি কর্মকর্তা রাশেদুজ্জামান লিটন, কমিউনিটি ওয়াচ গ্রুপ সদস্য মাসুদ ফকির খোকন, দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমূখ।

সভায় মেজনিন কর্মসূচি সংক্রান্ত মূল উপস্থাপনা ও মুক্ত আলোচনা পর্ব সঞ্চালনা করেন প্রশান্ত কুমার দে, আঞ্চলিক ব্যবস্থাপক, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, কুমিল্লা অঞ্চল, ব্র্যাক। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ব্যবস্থাপক, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, মুন্সিগঞ্জের মাহবুবা সিদ্দিকা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশীষ হালদার, সেক্টর স্পেশালিস্ট, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, ব্র্যাক। সমাপনী বক্তব্য করেন সরকার হাসান ওয়াইজ, জেলা ব্র্যাক প্রতিনিধি, মুন্সিগঞ্জ ও নারায়নগঞ্জ। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, নারী নেত্রী, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন। এছাড়াও ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফৌজিয়া ইয়াসমীন, জে এস এস, মেজনিন প্রকল্প, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, মোঃ আফান আলী, এফ ও সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, ব্র্যাক, মুন্সিগঞ্জ।

উল্লেখ্য নারী ও কিশোরীদের প্রতি সব রকম সহিংসতা, যৌন হয়রানি, সাইবাল বুলিং ও বাল্যবিয়ে নির্মূলকরণে ব্র্যাকের সিইপি কর্মসূচি ‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব’ বা মেজনিন কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের সচেতনতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি, শিক্ষক, অভিভাবক ও নাগরিক সমাজের সক্রিয় অবস্থান তৈরি এবং সরকারি-বেসরকারি সংস্থার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে যৌন হয়রানির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার ৩০টি স্কুলসহ আরো ১০ জেলায় ৩০০ স্কুলে কাজ করছে।

সবশেষে সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে জনাব খালেদা খানম, প্রধান শিক্ষক (অব), কে কে গভঃ উচ্চ বিদ্যালয় কে আহ্বায়ক, জনাব সরকার হাসান ওয়াইজ, জেলা ব্র্যাক প্রতিনিধি, মুন্সিগঞ্জ কে সদস্য সচিব এবং জনাব হামিদা খাতুন কে যুগ্ম আহ্বায়ক নির্বাচন করা হয়। পরবর্তীতে উক্ত তিন জন মিলে উপস্থিত সবাইকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।

আতিকুর রহমান টিপু

এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত