![মুন্সীগঞ্জ পৌরসভার প্রায় ৫৯ কোটি টাকার বাজেট ঘোষণা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/01/munshigonj-2@abnews_80866.jpg)
মুন্সীগঞ্জ, ০১ জুন, এবিনিউজ : মুন্সীগঞ্জ পৌরসভার ২০১৭-১৮ অর্থ বৎসরের বাজেট ঘোষণা করেছেন মুন্সীগঞ্জ পৌর মেয়র। বুধবার দুপুরে ২টায় বাজেট ঘোষনার পর পৌর ভবনের সভাকক্ষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সাথে এই বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিল্পবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।
২০১৭-১৮ বছরের জন্য রাজস্ব বাজেট ১১, ৩১, ৭৮,৫৮৮ টাকা উন্নয়ন বাজে প্রস্তাবনা করা হয়েছে ৪৭, ৪৭, ৯০, ৭০০ টাকা। সর্বমোট ৫৮ কোটি, ৭৯ লাখ, ৬৯ হাজার ২৮৮ টাকার বাজেট ঘোষণা অনুষ্ঠানে বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, অধ্যক্ষ খালেদা খানম, এড. নাসিমা আক্তার, প্রেসক্লাবের সভপিতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জল, শেখ মো: আলী আকবর, কাজী সাব্বির আহম্মেদ দীপু, সুজন হায়দার জনি, শহর আওয়ামীলীগের সহসভাপতি আতোয়ার রহমান সমাজ সেবক রব মাদবর প্রমুখ।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর