
বেরোবি (রংপুর), ০১ জুন, এবিনিউজ : রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর উপ-উপচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ আগামী চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রানালয়ের নিজস্ব ওয়েবসাইটে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে উপাচার্য নিয়োগের বিষয়টি জানানো হয়। এর ফলে ২৬ দিন উপাচার্য শূন্য থাকার পর উপাচার্য পেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ একজন সফল শিক্ষকের পাশাপাশি একজন মিডিয়া ব্যক্তিত্বও বটে। তিনি একজন সফল টকশোবিদ। দেশের জাতীয় ব্যক্তিত্ব হিসেবেও বেশ সুনাম রয়েছে তার। তিনি বেসরকারী সংস্থা জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিপপ) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। এছাড়া তিনি ইংরেজি দৈনিক এশিয়ান এজ এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর এবিনিউজ২৪.কম’কে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি নিজের অনুভূতি, প্রত্যাশা ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকল্পে সংক্ষিপ্ত পরিকল্পনা ব্যক্ত করেন। সাক্ষাৎকার নিয়েছেন এবিনিউজ২৪.কমের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তপন কুমার রায়।
এবিনিউজ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় আপনাকে স্বাগতম।
অধ্যাপক ড. নাজমুল আহসান: ধন্যবাদ।
এবিনিউজ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগে আপনার অনুভূতি সম্পর্কে ....।
অধ্যাপক ড. নাজমুল আহসান: প্রজ্ঞাপন আজকেই জারি হয়েছে। নিয়োগ পাওয়ায় ভালো লাগছে। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে যে মহান দায়িত্ব অর্পণ করেছেন তা পালনের আপ্রাণ চেষ্টা করে যাব।
এবিনিউজ: দীর্ঘদিন থেকে উপাচার্য শূন্য হয়ে ছিল এই বিশ্ববিদ্যালয়, দায়িত্ব পেয়েছেন কবে নাগাদ ক্যাম্পাসে পর্দাপণ করবেন?
অধ্যাপক ড. নাজমুল আহসান: আজকেই প্রজ্ঞাপন জারি হয়েছে। এদিকে (ঢাকায়) বেশকিছু কাজ শেষ করতে একটি সপ্তাহ লাগতে পারে। যেমন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের ভাইটাল দায়িত্ব প্রো-ভিসির দায়িত্বে এখনো আছি। তাছাড়া আমি ঢাকা বিশ্¦বিদ্যালয়ের শিক্ষক, সেখানেও কিছু ফরমালিটিজ রয়েছে। তাই এক সপ্তাহ তো দেরি হতেই পারে।
এবিনিউজ: তবে কি আসন্ন সপ্তাহ বাদে পরের সপ্তাহেই .. .. ..।
অধ্যাপক ড. নাজমুল আহসান: আশা রাখি।
এবিনিউজ: বিশ্ববিদ্যালয় নিয়ে সংক্ষেপে আপনার প্রত্যাশা বলুন।
অধ্যাপক ড. নাজমুল আহসান: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ অঞ্চল রংপুরে অবস্থিত। স্থানভেদসহ নানা দিক বিবেচনায় এই বিশ্ববিদ্যালয় ইউনিক (অদ্বিতীয়)। এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করার প্রত্যয় ব্যক্ত করছি। এর জন্য বিশ্ববিদ্যালয়ের ব্রান্ডিং করাই হবে প্রথম কাজ। এই জন্য রংপুর তথা উত্তরাঞ্চল, ক্রমান্বয়ে ঢাকাসহ দেশব্যাপী, পশ্চিমবঙ্গ, আসাম, দক্ষিণ এশীয়সহ পুরো এশিয়ায় ব্রান্ডিং করতে পারলেই বিশ্বমান অর্জন সহজ হবে। এই অর্জনে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা কামনা করছি।
এবিনিউজ: এবিনিউজ২৪.কম’কে সময় দেয়ার জন্য ধন্যবাদ।
অধ্যাপক ড. নাজমুল আহসান: ধন্যবাদ।
এবিএন/তপন কুমার রায়/জসিম/তোহা