বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • হবিগঞ্জে টানা বৃষ্টিতে বাসা-বাড়ী ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি

হবিগঞ্জে টানা বৃষ্টিতে বাসা-বাড়ী ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি

হবিগঞ্জে টানা বৃষ্টিতে বাসা-বাড়ী ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি

হবিগঞ্জ, ০১ জুন, এবিনিউজ : টানা বৃষ্টিপাতে হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রধান সড়কসহ বিভিন্ন সড়ক বাসা-বাড়ির রাস্থায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে শহরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অপরদিকে অনেক বাসা-বাড়িতে মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। শহরবাসী জানান, শহরে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সূত্র জানায়, প্রথম শ্রেণীর হবিগঞ্জ পৌরসভায় দীর্ঘদিন ধরে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে বৃষ্টিতে শহরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হয়। এতে বাসা-বাড়ির লোকজন পানিবন্দি হয়ে পড়েন। এই জলাবদ্ধতা নিরসনের জন্য হবিগঞ্জবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু এর কোন প্রতিকার পাচ্ছেন না। এবার চৈত্র মাস থেকে বৃষ্টি বাদল শুরু হওয়ার পর থেকে হবিগঞ্জ শহরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হয়েছে। পাশাপাশি বাসা-বাড়িতে পানিবন্দি অবস্থায় পরিবার পরিজনদের নিয়ে থাকতে হচ্ছে।

পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কয়েক দফা বৃষ্টিপাতের ফলে পানি জমে শহরের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা সার্কিট হাউজ এলাকা, পানি উন্নয়ন বোর্ড কার্যালয়, শায়েস্তানগরের ভিতরের রাস্তা, টাউন মডেল সরকারি বালক ও বালিকা স্কুলের রাস্তা, নোয়াহাটি, নাতিরপুর, বাতিপুর, গানিংপার্ক, টাউন হল রোড, প্রধান সড়কের পোস্ট অফিস থেকে চৌধুরী বাজার ট্রাফিক পয়েন্ট, চৌধুরী বাজার কাঁচামাল হাটা, কামারপট্টিসহ অধিকাংশ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এবিএন/মো: নুরুজ্জামান ভূইয়া/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত