![এইচএসসি পাশ না করেও বিএসএস পাশ!](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/01/hsc-copy_80976.jpg)
গোপালগঞ্জ, ০১ জুন, এবিনিউজ : গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে এইচএসসি পাশ না করেও বিএসএস (সম্মান) পাশের অভিযোগ উঠেছে। উপজেলার সালিনাবক্স উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম লস্কারের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরো বলা হয়, বিএসএস পাশের ভূয়া সনদ দিয়ে তিনি অবৈধভাবে চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে আসছেন।
অভিযোগে জানা গেছে, বিগত ১৯৭৬-৭৭ শিক্ষাবর্ষে জাহাঙ্গীর আলম লস্কার নড়াইল জেলার লোহগাড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ওই পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে তিনি ভুয়া সনদ ও নম্বরপত্র তৈরী করে ওই শিক্ষাবর্ষে এইচএসসি পাশ করেছেন বলে দাবী করেন। সে সাথে বিএসএস (সম্মান) পাশেরও সনদ দাখিল করেন তিনি। এইচএসসি পাশ না করে কিভাবে তিনি বিএসএস (সম্মান) পাশ করলেন এ প্রশ্ন সাধারণ মানুষের।
এদিকে, জাহাঙ্গীর আলম লস্কার ওই বছর এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করলেও পরীক্ষায তিনি অকৃতকার্য হন বলে লোহাগাড়া সরকারী আদর্শ কলেজ সূত্র নিশ্চিত করেছে। এ ব্যাপারে জাহাঙ্গীর আলম লস্কারের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন না ধরায় কথা বলা সম্ভব হয়নি।
এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/রাজ্জাক