![সাভারে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/02/savar-pakiza-fire-abn_80986.jpg)
ঢাকা, ০২ জুন, এবিনিউজ : সাভারে পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দুইঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পাকিজা গ্রুপের কেমিক্যালের গুডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী কাপড়ের কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। ওই সময় মহাসড়কের একপাশে (ঢাকামুখী) যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (গোয়েন্দা) সাইফুল ইসলাম জানান, রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরপর ডাম্পিংয়ের কাজ শুরু হয়। তবে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে আগুন লাগার সময় কারখানাটির শ্রমিকরা কর্মরত থাকায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার ভিতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি