![মুন্সীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় দুই শ্রমিক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/02/gojaria@abnews_81028.jpg)
মুন্সীগঞ্জ, ০২ জুন, এবিনিউজ : মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যানচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. ইব্রাহিম মিয়া ও জাহিদ হোসেন।
আহতরা হলেন- সোহেল মিয়া, জাহিদউল্লাহ, মশিউর রহমান, কামরুল ইসলাম, খায়রুল আলম ও শরীফুল আলম। আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসকোয়ার ইলেকট্রনিক্স কোম্পানির প্রাত্যহিক মজুরিভিত্তিক কয়েকজন শ্রমিক মহাসড়ক পারাপারের সময় কুমিল্লাগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলে মো. ইব্রাহিম মিয়া ও জাহিদ হোসেন নিহত হয়। এ সময় আহত হয় আরো ছয়জন।
গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. আবুল হাশেম মুন্সী জানান, আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান ও চালক মনির হোসেন পুলিশ হেফাজতে রয়েছে।
এবিএন/মমিন/জসিম