![মানিকগঞ্জে বজ্রপাতে নিহত ৩ জনের কবর রাত জেগে পাহারা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/02/asdfkk_81062.jpg)
মানিকগঞ্জ, ০২ জুন, এবিনিউজ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা চরজামালপুর (কাটাখালি) গ্রামের গত রবিবার বিকেলে বজ্রপাতে নিহত ৩ জনের লাশ চুরির আশংকা করছে তাদের পরিবার। এ ঘটনায় লাশ দাফন করা দুটি কবরস্থানের তিনটি কবরে রাত জেগে পাহারা দিচ্ছে পরিবারের লোকজন। জানা গেছে, সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের জামালপুর মধ্যপাড়া (কাটাখালি) গ্রামের ধানের মারাইয়ের কাজ করার সময় গত রবিবার বিকেলের দিকে বৃষ্টিপাতের সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ধান মাড়াইয়ের কাজ করাবস্থায় তাহের আলী (৪৫) ও বারেক মিয়া (৪৬) ঘটনাস্থলে এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে শেখ আসলাম (৪২) মারা যায়। ওই দিন গত রাতে নিহত তাহের আলীকে বায়রা বাজার সংলগ্ন বায়রা ঈদগাহ কবরস্থানে এবং নিহত বারেক মিয়া ও আসলামকে চারাভাঙ্গা কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় পর মঙ্গলবার এলাকার সর্বত্রই গুজব ছড়িয়ে পড়ে বজ্রপাতে নিহত ৩ জনের কবরের লাশ গত সোমবার দিবাগত রাতে চুরি হয়েছে। কিন্তু কবরস্থানে গিয়ে দেখা যায় লাশ কবরেই রয়েছে। লাশ চুরির এ খবর ছরিয়ে পরার পর বজ্রপাতে নিহত ৩ জনের লাশ চুরি যাওয়ার আশংকায় চারাভাঙ্গা ও বায়রা কবরস্থানে তাদের স্বজনরা রাত জেগে পাহারা দিচ্ছে। বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের দেহের হারে এক ধরনের ম্যাগনেট তৈরি হয়। যা বিদেশে অনেক দামে বিক্রি হয়। এ কারনে দুবৃত্তরা টাকার লোভে বজ্রপাতে মৃত ব্যক্তিদের লাশ চুরি করে বিক্রি করে বলে এলাকায় কথার প্রচলোন রয়েছে। তাই লাশ চুরি ঠেকাতে সিংগাইরে বজ্রপাতে নিহতদের লাশ দাফন করা দুটি কবরস্থানের তিনটি কবরে রাত জেগে পাহারা দিচ্ছে পরিবারের লোকজন। নিহত বারেক মিয়া ও আসলামের পরিবারের লোকজন জানায়, চারাভাঙ্গা কবরস্থানে তেমন পাহারার ব্যবস্থা না থাকায় তারা নিজেরা রাত জেগে লাশ পাহারা দিচ্ছেন। সেই সাথে লাশ চুরি ঠেকাতে বায়রা কবরস্থান ও বাজার কমিটি লোকজনও পাহারায় দিচ্ছেন বলে জানা গেছে। স্থানীয় বায়রা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আক্কাস আলী জানায়, বজ্রপাতে নিহত ব্যক্তিদের লাশ চুরি হয়েছে বলে এলাকার সর্বত্র এ গুজব ছড়িয়েছে। সারা বছর বায়রা ঈদগাহ কবরস্থান কমিটি ও বাজার কমিটি যৌথভাবে কবরস্থান পাহারা দিয়ে থাকে। লাশ চুরির আশংকায় ৩ জনের পরিবারের পক্ষ থেকে কবর গুলোতে পাহারা জোরদার করা হয়েছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানায়, সিংগাইরে বজ্রপাতে নিহতদের লাশ চুরি বা চুরির আশংকা নিয়ে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করতে আসেনি।
এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা