শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দু’পক্ষের মধ্যে উত্তেজনা: লংগদু উপজেলায় ১৪৪ ধারা জারি

দু’পক্ষের মধ্যে উত্তেজনা: লংগদু উপজেলায় ১৪৪ ধারা জারি

দু’পক্ষের মধ্যে উত্তেজনা: লংগদু উপজেলায় ১৪৪ ধারা জারি

রাঙামাটি, ০২ জুন, এবিনিউজ : পাহাড়ি-বাঙালি দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় রাঙামাটির লংগদু উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে জারি করা এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

তিনি আরও জানান, তিনি এবং জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান ঘটনাস্থল পরিদর্শনের জন্য স্পিডবোটে করে রওনা হয়েছেন।

এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার চার মাইল এলাকায় লংগদু উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলামের মরদেহ পাওয়া যায়। এর প্রতিবাদে শুক্রবার সকালে যুবলীগের নেতাকর্মীরা টিনটিলায় নুরুল ইসলামের হত্যার প্রতিবাদে সমাবেশের প্রস্তুতি নেয়। সমাবেশের পরপরই পাহাড়িদের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে কে বা কারা আগুন দিয়ে তা এখনো জানা যায়নি। কতটি ঘরে আগুন দেয়া হয়েছে তার সঠিক তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লংগদু ইউপির সচিব মো. নাজমুল হোসেন জানান, পাহাড়িদের এলাকায় আগুন জ্বলছে দেখছি। পরিস্থিতি বেশ উত্তপ্ত। এখনো পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো রাঙামাটি জেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত