![নড়াইলে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/02/bazropat_81101.jpg)
নড়াইল, ০২ জুন, এবিনিউজ : বজ্রপাতে নড়াইলে গৃহবধূ মুন্নী বেগমের (৩০) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নড়াইল পৌরসভার বরাশুলার এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। মুন্নী বরাশুলার রশিদ খানের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বৃষ্টির সময় গৃহবধূ মুন্নী ঘরের বারান্দায় বসেছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে মুন্নী মারা যান। মুন্নী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/রাজ্জাক