রাজবাড়ী, ৩ জুন, এবিনিউজ : যুবমৈত্রী নেতা আলমগীর ও সেলিমের বিরুদ্ধে মিথ্যা মামলায় উধর্বতন কর্তৃপক্ষের তদন্ত ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী যুবমৈত্রী রাজবাড়ী শাখা।
বাংলাদেশ যুবমৈত্রী রাজবাড়ী জেলা শাখার সভাপতি বিপ্লব রায় এক লিখিত বক্তব্য পাট করেন।
এসময় উপস্থিত ছিলেন, বরাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল সালাম, বাংলাদশে যুবমৈত্রী রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক সেলিম আহাম্মেদ, আব্দুল বারেক, গোলাম সাব্বির, আমীন হাওলাদার,আহবায়ক বাংলাদেশ ছাত্রমৈত্রী, রাজবাড়ী জেলা শাখার।
লিখিত বক্তব্যে বিপ্লব কুমার রায় বলেন, গত ২৩/৫/২০১৭ তারিখে বিদ্যুৎ এর লোড শেডিং এর বিরুদ্ধে যুবমৈত্রী ও ছাত্রমৈত্রীর বিক্ষোভ কর্মসূচীতে যোগদানের উদ্দেশ্যে বরাট থেকে রাজবাড়ী আসার পথে পুলিশ দাদশী বাজাররের সন্নিকটে, মাইন উদ্দিনের বাড়ির ৩০০গজ পূর্বে আগমারাই নামক যায়গায় সন্ধ্যা ৬টা ৪৫মিঃ সময় অটো থামিয়ে সকল যাত্রীদের নাম জিজ্ঞাসা করে। আলমগীর তার পরিচয় প্রকাশ করেতই অটো থেকে টেনে হেছরে নামিয়ে বহু লোকের সামনে মারপিট শুরু করে। এক পর্যায়ে উপস্থিত লোকজনের তোয়াক্কা না করেই তার কমরে একটি নাইন এমএম পিস্তল জোর পূর্বক গুজে দেওয়া হয়।
স্থানীয় লোকজনের শত অনুরোধ উপেক্ষা করে পুলিশ তাকে মারপিট করে রাজবাড়ীতে নিয়ে আসে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন লোক জনকে সাক্ষী না করে যারা এধরনের ঘটনার সাথে জরিত এমন দুজনকে এই মামলার সাক্ষী করলেন এবং জিআর নং ২৪৫/১৭ অস্ত্র মামলায় আসামী করে আলমগীরকে আদালতে প্রেরন করা হয়।
ইতিমধ্যে, আমাদের পাটির পক্ষ থেকে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষেকে বিষয়টি অবহিত করা হলেও এখনো উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয় নাই।
এই ঘটনায় আমরা অত্যান্ত বিক্ষুব্ধ এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা প্রকাশ করছি।
এবিএন/রবিউল ইসলাম/জসিম/এমসি