![মিথ্যাচারে চ্যাম্পিয়ন হবে খালেদা জিয়া : নৌপরিবহন মন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/03/20170603_173123_81290.jpg)
মাদারীপুর, ০৩ জুন, এবিনিউজ : খালেদা জিয়া সত্যকে গোপন করে সব সময় মিথ্যাচার করে থাকেন, বিশ্বে এখন যদি মিথ্যাচারের একটা প্রতিযোগীতা হতো তাহলে খালেদা জিয়া বিশ্বে চ্যাম্পিয়ান হতেন। মাদারীপুর সদর হাসপাতালে সুধি সমাবেশে অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধনা অথিতির হিসাবে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি একথা বলেন।
তিনি আরও বলেন, সারা দেশ সহ মাদারীপুরে যে উন্নায়ন হচ্ছে সেগুলো করতে টাকা প্রয়োজন, তাহলে টাকাগুলো কোথা থেকে আসবে। হাওয়া থেকে আসবে, নিশ্চয় না, টাকা বাজেটের মাধ্যে এগুলো ধরা আছে বলেই আজ উন্নায়ন হচ্ছে। উনি যে কথা বলেছে আমি মনে করি এটা একটা মিথ্যাচার।
মাদারীপুর সিভিল সার্জেন ডা. দিলিপ কুমার এর সভাপত্বিতে সুধি সামাবেশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর পৈৗরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ সহ আওয়ামীলীগের বিভিন্ন নেতা, নেত্রী বৃন্দু। এছাড়া উক্ত সুধি সমাবেশে অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে ৫০ হাজার করে ২১ জন অসহায় রোগীকে চেক প্রধান করেন এবং প্রবাসী ভি আই পি ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক আয়শা আকাশী সদর হাসপাতালে দুটি উইল চেয়ার উপহার দেন।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/ইমরান