![রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/03/all-pic-1_81329.jpg)
রাজবাড়ী, ০৩ জুন, এবিনিউজ : রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ শনিবার সন্ধ্যায় শহরের কেনটন চাইনিজ রেস্টুরেন্ট দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, যুগ্ন সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার সালমা বেগম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা তাজীয় পাটির সভাপতি এডভোকেট হাবিবুর রহমান বাচ্চু ও জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ ১৪দলের নেতাকর্মী ও বিভিন্ন পিন্ট, ইলেকট্রোনিক্স, অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/রাজ্জাক