বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রেসক্লাবের অভিষেক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রেসক্লাবের অভিষেক

জবি, ০৪ জুন, এবিনিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকদের সংঘবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান। শনিবার সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকায় স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে জবি প্রেসক্লাবের অভিষেক ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ভিসি বলেন, সাংবাদিকরা যতবেশী মিলেমিশে থাকবে তারা ততবেশী শক্তিশালী হবে। তাদের কলম ততবেশী প্রখর হবে।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি খবর প্রসঙ্গে ভিসি বলেন, আমি এত বোকা নই যে আমি বলব, “ছাত্রলীগকে চাকরী দিতে আমি বাধ্য”। মূল বিষয়টা হলো, চাকরী প্রত্যাশী সবাই নিজেকে ছাত্রলীগ বলে দাবী করে। ওই পত্রিকার প্রতিবেদককে আমি এভাবেই বলেছিলাম। কিন্তু আমার বক্তব্য টুইস্ট করে একটা বাজে খবর প্রকাশ করেছে। শুধু তাই নয় খবর প্রকাশের পরপরই সম্পাদকীয় লিখে ফেলেছে ওই পত্রিকার এক কর্ণধার। ওই কর্ণধার আমার ব্যক্তিগতভাবে পরিচিত। তিনি একটিবার আমার কাছে জানতে পারতেন মূল বিষয়টা কী। কিন্তু তিনি তা করেননি। এতেই বোঝা যায় এটা একটা পরিকল্পিত খবর।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপির লালবাগ ডিভিশনের ডিসি মো: ইব্রাহিম খান বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম। রাষ্ট্রের অনেক ভালোকিছু সম্ভব হয়েছে গণমাধ্যমের কারণে। রাষ্ট্রের এই ভালোকিছু অর্জন গণমাধ্যম কর্মীদের সাফল্য বলে আমি মনে করি।

তিনি আরো বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।

জবি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ফখরুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জবির মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. অশোক কুমার সাহা, কোতয়ালী জোনের এসি মো: বদরুল হাসান রিয়াদ, এসি পেট্রোল সালমান হাসান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসসের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন, জবি প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোবারক হোসেন, ইমরান আহমেদ ও মনিরুজ্জামান তুফান, কবি নজরুল সরকারী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন, জবি ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমীন, ছাত্র ফ্রন্টের সভাপতি মেহরাব আজাদ, সাধারন সম্পাদক কিশোর কুমার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জবি প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক আল-রাজী মাহমুদ অনিক। এসময় জবিতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এবিএন/ওবায়দুল হক/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত