শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সিরাজদিখানে কাভার্ড ভ্যানের চাপায় ৫ জন আহত

সিরাজদিখানে কাভার্ড ভ্যানের চাপায় ৫ জন আহত

মুন্সিগঞ্জ, ০৪ জুন, এবিনিউজ : সিরাজদিখানে একটি কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকসার ৫যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চালতাতলা গ্রামের শ্রীনগর-মুন্সিগঞ্জ সড়কে।

গুরুতর আহত ইছাপুরা গ্রামের বাচ্চু দেওয়ানের ছেলে মোক্তার হোসেনের (১৬) অবস্থার অবনতি হলে দুপুরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।মুন্সিগঞ্জ সদরের বাসিন্দা সিরাজুল ইসলাম (৪৫), শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল গ্রামের মোতালেব খানের ছেলে সমিত হাসান খান (৩০), উপজেলার রাজদিয়া গ্রামের মৃত আ. রব এর স্ত্রী কুলসুম বেগম (৫০) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে জসিম উদ্দিনকে (১৯) স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন জানান, গুরুতর আহত মোক্তারকে ঢাকা পাঠানো হয়েছে। দুইজন ভর্তি রয়েছে এবং দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত