শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সাভারে যুবলীগ নেতা খুন

সাভারে যুবলীগ নেতা খুন

সাভার, ০৪ জুন, এবিনিউজ : সাভারে জমি নিয়ে বিরোধের জেরে টেঁটাবিদ্ধ হয়ে যুবলীগ নেতা সি এম বাদশা ফয়সাল (৩৫) মারা গেছেন। তিনি সাভার পৌর এলাকার ইমান্দিপুরে থাকতেন। আজ রবিবার বেলা দুইটার দিকে এ খুনের ঘটনা ঘটে। জানা যায়, বাদশা ফয়সাল সাভার থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়কও ছিলেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ফয়সালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় জমি বায়না করেছিলেন ফয়সাল। রবিবার সেই জমিতে বাউন্ডারি দিতে গিয়েছিলেন। সেখানে প্রতিপক্ষের হামলা তিনি বুকে এবং পিঠে টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। ফয়সালের মরদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এবিএন/সারাদেশ/ডেস্ক/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত