![ইসলামী ব্যাংক লোকাল অফিসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/04/islami-bank_81463.jpg)
ঢাকা, ৪ জুন, এবিনিউজ : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর লোকাল অফিসের উদ্যোগে ’তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভুমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ৪ জুন, ২০১৭ রবিবার বিসিআইসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোবহানবাগ জামে মসজিদের খতিব শাহ্ ওয়ালী উল্লাহ্ । ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মু. শামসুজ্জামান, আবু রেজা মোঃ ইয়াহিয়া ও মোঃ তাহের আহমেদ চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. ওমর ফারুক খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারী, শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, উলামা এবং শাখার গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।
এবিএন/জসিম/এমসি