![ঘরমুখো মানুষের মাঝে হামদর্দের বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/05/abnews-24_81597.jpg)
ঢাকা, ০৫ জুন, এবিনিউজ : হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকান্ডের অংশ হিসেবে পবিত্র রমজান মাসে ঢাকা শহরের বিভিন্ন সিগন্যালে আটকে পড়া ঘরমুখো মানুষকে মাসব্যাপী বিনামূল্যে ইফতার সামগ্রী ও শতাব্দীর শ্রেষ্ঠ হালাল পানীয় রুহ্ আফজা দিয়ে ইফতার করানো শুরু করেছে। এর অংশ হিসেবে গতকাল ০৪ জুন, রবিবার ২০১৭ ইং বিকাল ৬:৩০ মিনিটে কারওয়ান বাজার সার্কফোয়ারা মোড়ে জ্যামে আটকে পড়া ঘরমুখো মানুষের মাঝে বিনামূল্যে ইফতার সামগ্রী ও শতাব্দীর শ্রেষ্ঠ হালাল পানীয় শরবত রুহ্ আফজা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর সিনিয়র পরিচালক বিপণন ড. হাকীম রফিকুল ইসলাম, পরিচালক তথ্য ও গণসংযোগ কাজী মনসুর-উল-হক, পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লে: কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.) এবং পরিচালক বিক্রয় মো. সাইফ উদ্দিন মুরাদ ভূঁইয়াসহ হামদর্দের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এবিএন/কাজী মনসুর-উল-হক/জসিম/তোহা