![সোনাগাজীতে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার দুই যুবক রাতে গুলিবিদ্ধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/05/abnews-24.b_81601.jpg)
ফেনী, ০৫ জুন, এবিনিউজ : ফেনীর সোনাগাজীতে গতকাল রবিবার দুপুরে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হওয়া নুর আলম রিয়াদ (২৭) ও আলাউদ্দিন রুবেল (২৫) নামে দুই যুবক গতকাল রবিবার দিবাগত রাত ১টার সময় পায়ে গুলিবিদ্ধ হয়ে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে। সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউচার জানিয়েছেন, ধৃত ছিনতাইকারীদের তথ্য মতে অপর ছিনতাইকারীদের গ্রেফতারে তাদের সাথে নিয়ে রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউপির আনন্দিপুর গ্রামে অভিযান চালানোর সময় পুলিশের সাথে ছিনতাইকারীদের গোলাগুলিতে তারা দুই জন গুলিবিদ্ধ ও ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হচ্ছে, এস.আই তাজ উদ্দিন বাহার, এ.এস.আই দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, কনস্টেবল রাকিব উদ্দিন, আবদুল খালেক ও আবুল খায়ের। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের বর্ননামতে ছিনতাইকারীদের সাথে গোলাগুলির স্থানের আশেপাশের বাড়ীর লোকজন জানান সোমবার দিবাগত রাতে তারা কোন গোলাগুলির আওয়াজ শোনেনি। আজ সোমবার সকালে ফেনী আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,রাত দুইটার দিকে সোনাগাজী থানা পুলিশ পায়ে গুলিবিদ্ধ দুই জন কে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে।তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সামান্য আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল রবিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক নূরুল গনি (৩৫) মঙ্গলকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সাপ্তাহিক কিস্তির টাকা সংগ্রহ করে ফিরে আসার সময় ওই ইউনিয়নের সমপুর গ্রামের রাস্তার মাথায় আসলে ৩ জন ছিনতাইকারী হামলা চালিয়ে তার নিকট থেকে ১ লাখ ৮ হাজার ৬২৮ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল।তিনি জানান এসময় তার শোর চিৎকারে স্থানীয়রা সংঘটিত হয়ে নূরুল আলম রিয়াদ নামে এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সোনাগাজী মড়েল থানার ওসি হুমায়ুন কবির জানান, তার দেয়া তথ্যমতে পুলিশ বিকালে রুবেল নামে আরো এক ছিনতাইকারীকে গ্রফতার করে। এদিকে টাকা ছিনতাইয়ে ঘটনায় রোববার বিকালে গ্রামীণ ব্যাংক মঙ্গলকান্দি শাখার ব্যবস্থাপক মো. মোবারক হোসেন বাদি হয়ে নূরুল আলম, রুবেল ও শেখ ফরিদ সহ ৩ ছিনতাইকারীর নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করে। পায়ে গুলিবিদ্ধ নুরুল আলম রিয়াদ উপজেলার চরছান্দিয়া ইউপির ওলামাবাজার সংলগ্ন লালবিড়িয়া বাড়ীর জয়নাল আবদীনের ছেলে ও আলাউদ্দিন রুবেল মঙ্গলকান্দি ইউপির সমপুর গ্রামের ফয়েজ আহাম্মদের ছেলে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল)জুনায়েত কাউচার বলেন,পুলিশের উপর হামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/তোহা