![কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/05/bidutspisto_81615.jpg)
গোপালগঞ্জ, ০৫ জুন, এবিনিউজ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘের মালিকের পাতা বিদ্যুতের ফাঁদে বিদ্যুতস্পৃষ্টে সোহাগ শেখ (২৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিজলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই গ্রামের মৃত খবির উদ্দিন শেখের ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, ঘেরের মাছ চুরি ঠেকাতে দক্ষিণ হিজলবাড়ি গ্রামের ঘের মালিক নূর মোহাম্মদ শেখ ঘেরপাড়ে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতে রাখেন। সোমবার সকালে ঘেরে কাজ করতে গিয়ে দিন মজুর সোহাগ শেখ বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে মামলা নেয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এবিএন/মমিন/জসিম