শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়ি পিসিপি’র আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ পালিত

খাগড়াছড়ি পিসিপি’র আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ পালিত

খাগড়াছড়ি পিসিপি’র আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ পালিত

খাগড়াছড়ি, ০৫ জুন, এবিনিউজ : পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর ডাকে খাগড়াছড়ি জেলায় আধা বেলা সড়ক অবরোধ সফল ভাবে পালিত হয়েছে। আজ সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালিত হয়। রাঙামাটির লংগুদুতে পাহাড়ি গ্রামে হামলা, তিন শতাধিক বাড়ি ঘরে অগ্নি সংযোগ ও ৭০বছরের বৃদ্ধাকে হত্যার প্রতিবাদে গতকাল রবিবার দীঘিনালায় পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলা শাখার আয়োজিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে সেনা-পুলিশের হামলা এবং পিসিপি’র দীঘিনালা উপজেলা শাখার সভাপতি নিকেল চাকমা, সাধারণ সম্পাদক জীবন শান্তি চাকমাকে অন্যায়ভাবে আটকের প্রতিবাদে ও তাদের নিঃশর্ত মুক্তিসহ লংগুদু হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে পিসিপি এই অবরোধ কর্মসূচি পালন করে।

অবরোধের সমর্থনে সকাল থেকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় রাস্তায় টায়ার জ্বালায় পিসিপি’র নেতা-কর্মী ও সমর্থক পিকেটাররা।

অবরোধ চলাকালীন খাগড়াছড়ি শহরে কিছু ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল করলেও দুরপাল্লার যানবাহন চলাচল করেনি। উপজেলা গুলোতেও দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। আধাবেলা অবরোধ পালনকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা দপ্তর সম্পাদক সমর চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সোনায়ন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা এক বিবৃতিতে সোমবারের আধাবেলা অবরোধ সফল করার জন্য খাগড়াছড়ি জেলার সকল যানবাহন মালিক সমিতি, প্রশাসন ও জেলার সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

বিবৃতিতে তারা লংগুদুতে পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগও দীঘিনালায় শান্তিপূর্ণ মিছিলে হামলার মতো সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ দীঘিনালায় আটক দুই পিসিপি নেতার অবিলম্বে নিঃশর্ত মুক্তি, লংগুদুতে পাহাড়ি গ্রামে হামলার ইন্ধনদাতা ও হামলা কারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানপূর্বক স্ব স্ব জায়গায় পুনর্বাসনের দাবি জানান।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত