বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাগুরায় বাস চালক হত্যার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

মাগুরায় বাস চালক হত্যার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

মাগুরায় বাস চালক হত্যার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

মাগুরা, ০৫ জুন, এবিনিউজ : মাগুরায় বাস পর্কিংয়ের ঘটনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত শেখ সুজন (২৫) নামে এক বাস চালক নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার বিক্ষুদ্ধ শ্রমিকরা মাগুরার ৪ উপজেলার অভ্যন্তরিন রুটে অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়ে শহরে মিছিল করে দোষীদের শাস্তি দাবী করেছে। একই দাবীতে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।

জেলা মটরশ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জদ হোসেন জানান, শনিবার সন্ধ্যায় মাগুরা সদরের মালগ্রামে প্রতিপক্ষের হামলার শিকার হন সুজন। তাকে আশংকাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা আগারগাও নিউরো সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়।

ঘটনার দিন সন্ধ্যায় মালিকগ্রাম বাজারে ইফতারি কেনার জন্য নিজের চালিত বাস পার্কিং করতে গিয়ে সদরের মালিকগ্রামের সজীব ও নায়েব আলী নামে ২ ব্যক্তির সাথে সুজনের কথাকাটাকাটির এক পর্যায়ে সুজনের ওপর এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় শ্রমিকরা গতকাল দুপুর ১টায় শহরে বিক্ষোভ করে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে। পাশাপাশি ২ দিনের শোক ঘোষণাসহ দোষীদের গ্রেফতারের দাবীতে অভ্যন্তরিন রুটে ধর্মঘটসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী দিয়েছে। এব্যাপারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, পরবর্তী উত্তেজনা এড়াতে গোটা শহরসহ পারলা ও মালিকগ্রামে পুলিশ পাহারা জেরাদার করা হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত