![চুয়াডাঙ্গায় পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/05/chuadanga__81670.jpg)
চুয়াডাঙ্গা, ০৫ জুন, এবিনিউজ : বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মোমেন, জেলা পরিষদ সচিব ড. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর