রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

বান্দরবানে অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই

বান্দরবানে অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই

বান্দরবান, ০৫ জুন,এবিনিউজ :বান্দরবানজেলা শহরের পুরাতন ডিসি অফিস সংলগ্নে প্রধান সড়কের পাশে গতকাল রবিবার রাত ২টায় ১২টি ক্ষুদ্র দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ৭টি মুচির দোকানসহ ১২টি ক্ষুদ্র দোকান পুড়ে যায়। রাতেই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও সদর ফায়ার সার্ভিসের সুত্রগুলো জানায়, রাত ২টায় জেলা শহরের পুরাতন ডিসি অফিস বাউন্ডারী ওয়ালের বাইরে থাকা ৭টি মুচির দোকান এবং ৫টি অন্যান্য মালপত্রের ক্ষুদ্র দোকান আগুনে পুড়ে যায়। ফলে ক্ষুদ্র ব্যবসাীরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দাবি মতে প্রায় ২০ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আলমগীর জানান, অফিসার ক্লাবের পক্ষ থেকে অগ্নিক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, চিনি এবং বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। পার্বত্য জেলা পরিষদ ছেয়ারম্যান ক্যশৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,সদর উপজলো চেয়ারম্যান এম আবদুল কুদ্দুছ এবং পৌর মেয়র ইসলাম বেবী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার ঘোষণা দেন।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত